রাজশাহীতে বাস উল্টে নারী নিহত, আহত ১০

8

রাজশাহীতে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাস উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। নিহত নারী হলেন, জেলার বাগমারা উপজেলার দেউলিয়া গ্রামের এমদাদুল হক টুনুর স্ত্রী দেলুয়ারা বেগম দীনা (৪০)।
বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, শুক্রবার বেলা ১২টার দিকে ভবানীগঞ্জ দেউলিয়া বাস টার্মিনাল থেকে সাব্বির নামের একটি বাস রাজশাহী যাচ্ছিল। চিকাবাড়ী বাজারের সামনে ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে পুরাতন কালভার্টের ভাঙ্গা অংশে বেধে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি একটি গাছে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে অন্তত ১১ জন আহত হন। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দীনাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যের মধ্যে পাঁচজনকে স্থানীয়ভাবে আর অন্য পাঁচজনকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওা হয়েছে বলে জানান ওসি আতাউর রহমান।