বিভাগ পর্যায়ে মাসব্যাপী সিরিজ কর্মশালার অংশ হিসেবে রাজশাহীতে ‘প্রগতিশীল কর ব্যবস্থা নিশ্চিতকরণে নাগরিক ভূমিকা ও কর ন্যায্যতা’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নগরীর সাহেববাজার এলাকার হোটেল মুনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে রাজশাহী শহরের বিভিন্ন নাগরিক সমাজের সংগঠন, সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে বিদ্যমান কর ব্যবস্থায় কর সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সমাধান; কর ও নাগরিক সুবিধা; কর ন্যায্যতা বাড়ানোর পরিকল্পনা ও উদ্যোগ বিষয়ে বিভিন্ন অধিবেশন পরিচালিত হয়।
প্রশিক্ষণের সমাপনীতে অংশগ্রহণকারীরা নিজ নিজ কমিউনিটিতে প্রগতিশীল কর ব্যবস্থা প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।
ক্রিশ্চান এইডের সহায়তায় কর্মশালাটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন। কর্মশালা পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা তাহসিন আশরাফি।