শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ১১, ২০২৪ by

রাজশাহীতে দখল হওয়া বাড়ি-জমি উদ্ধার করে বুঝিয়ে দিল পুলিশ

রাজশাহীর বাঘা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি, জমি দখল ও প্রতিমা ভাঙচুরে অভিযুক্ত মো. আলতাফ আলীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাঘা উপজেলার জোতরঘু গ্রামের মৃত বয়ের উদ্দীনের ছেলে।
বুধবার দুপুরে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২ আগস্ট রাজশাহী জেলার বাঘা উপজেলার জোতরঘু গ্রামের শ্রী রূপ সনাতন দোবে (৫০) ভ্রমণের উদ্দেশে পার্শ্ববর্তী দেশ ভারতে যান। সেখানে অবস্থানকালীন গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তন হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি জানতে পারেন জোতরঘু গ্রামের তার কাকিমা রনজু দোবেকে থাকতে দেওয়া বসতবাড়িতে অভিযুক্ত মো. আলতাফ আলী অনধিকার প্রবেশ করে। এ সময় শোবার ঘরে থাকা স্টিলের বাক্সের তালা ভেঙে ৪৬ হাজার টাকা লুট করে। দুর্বৃত্তরা তার কাকিমাকে কিল-ঘুষিসহ বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। তা ছাড়া তাদের শোবার ঘর-সংলগ্ন মন্দিরে থাকা প্রতিমা ও তুলসীবেদি ভাঙচুর করে ধর্মীয় উপাসনালয় অপবিত্র করে। এরপর অভিযুক্ত আলতাফ আলী শ্রী রূপ সনাতন দোবের বসতবাড়িসহ তৎসংলগ্ন ভূমি দখল করে নেয়। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বাঘার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সোমবার রাত ৯টায় অভিযুক্ত আলতাফ আলীকে বাঘা উপজেলার আড়ানি বাজার থেকে গ্রেপ্তার করে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকা অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রেখেছে বাঘা থানা পুলিশ। পরে শ্রী রূপ সনাতন দোবের বেদখল হয়ে যাওয়া বাড়ি ও ভূমি পুনরুদ্ধার করে তার কাকিমা রনজু দোবেকে বুঝিয়ে দেয় বাঘা থানা পুলিশ। এ ঘটনায় ৩ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে বাঘা থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত আলতাফ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

About The Author

শেয়ার করুন