রাজশাহীতে ট্রাকের ধাক্কায় তরুণীর মৃত্যু

19

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড এলাকায় ট্রাকের ধাক্কায় খাদিজা খাতুন (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খাদিজা রাজশাহীর তানোর উপজেলার চন্দনকোটা গ্রামের আবদুল খালেকের মেয়ে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এছাড়া ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড এলাকায় ডলফিন ক্লিনিকের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন খাদিজা। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওসি জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।