বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ১, ২০২৪ by

রহনপুর হোমিও কলেজের সাবেক অধ্যক্ষের অপকর্মের প্রতিবাদে সভা ও মিছিল

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মো. মফিজউদ্দীনের বিরুদ্ধে ‘হিংসাত্মক ও উদ্দেশ্যমূলক অপকর্মে’র প্রতিবাদে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।  রবিবার বেলা ১১টায় ওই প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলসহ এই কর্মসূচি পালন করেন।
মিছিলটি কলেজ চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সামবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেনÑ রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. হাবীবুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক ডা. সুলতান আহমেদ, প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সদস্য শামসুর রহমান মেধা ও আনোয়ারুল ইসলাম বুলবুল, শিক্ষক প্রতিনিধি ডা. আইনুর রহমান, ওই প্রতিষ্ঠানের শিক্ষক ডা. রবিউল ইসলাম ও ডা. আব্দুল্লাহ আল মামুন, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে মো. সাহাবুদ্দিন, স্থানীয় ব্যক্তি শামসুল ইসলাম ও হুমায়ুন আলিসহ অন্যরা।
সমাবেশ শেষে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেন শিক্ষক প্রতিনিধি ডা. আইনুর রহমান।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা বলেন, বিষয়টি নিয়ে অতি শিগগিরই পরিচালনা পরিষদের মিটিং ডাকা হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

About The Author

শেয়ার করুন