রহনপুর শুল্ক স্টেশন : পূর্ণাঙ্গ রূপদানে প্রধানমন্ত্রীর কাছে আবেদন বীর মুক্তিযোদ্ধাদের

27

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর শুল্ক স্টেশনকে (রেলবন্দর) আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ রূপদানের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। গত বুধবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলাকার বীর মুক্তিযোদ্ধাদের স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র জমা দেয়া হয়েছে।
এলাকার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে মুক্তিযোদ্ধার সন্তান জেলা মহিলা লীগের সহসভাপতি ও রেলবন্দর বাস্তবায়ন পরিষদের সদস্য সাবিহা সবনম কেয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ পত্র জমা দেন।
এর আগে গত মঙ্গলবার রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের পক্ষে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খানের মাধ্যমে অনুরূপ একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, রহনপুর রেলবন্দরের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণের দাবি জানিয়ে গত ২ মাস থেকে রেলবন্দর বাস্তবায়ন পরিষদের ব্যানারে আন্দোলন করে যাচ্ছেন তিন উপজেলার বাসিন্দারা। এর মধ্যে বিভিন্ন সময় মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, এক ঘণ্টা দোকানপাট বন্ধ, লিফলেট বিতরণ, গণসংগীত, অনশন, বিভিন্ন পেশাজীবী লোকজনের সাথে দেখা করাসহ জনসভার মতো কর্মসূচি পালন করে যাচ্ছে। তাদের দাবি, রহনপুর বন্দরের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণ।