রহনপুর পৌর মেয়রকে সংবর্ধণা

134

rohanpur gourbangla.com গৌড় বাংলাচাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র তারিক আহমদকে সংবর্ধণা দিয়েছে রহনপুর শিল্প ও বণিক সমিতি। মঙ্গলবার বিকেলে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন। বক্তব্য রাখেন সাবেক সভাপতি মুশা মাচের্ন্ট,আফতাবউদ্দিন লালান,আতিকুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আজিজুর রহমান, রহনপুর পৌরসভার কাউন্সিলর তাজেল হোসেন, সাবেক কাউন্সিলর রফিক খান, সমিতির সদস্য হাবিবুর রহমান প্রমূখ। পরে সমিতির সাধারণসভায় আয়-ব্যয়ের হিসাব নিকাশ প্রদান করা হয়।