আসন্ন ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন।
এ উপলক্ষে পৌর ভবনে আয়োজিত বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। এ সময় উপস্থিত ছিলেনÑ রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) খাইরুল হক, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মতিন, লাইসেন্স পরিদর্শক আব্দুল মুকিত আপেল, কাউন্সিলররাসহ অন্যরা।
পৌর মেয়র মতিউর রহমান খাঁন বলেন, রহনপুর পৌর এলাকার তালিকাভুক্ত উপকারভোগীদের সুবিধার্থে ৯টি ওয়ার্ডের ৫টি স্পটে এ চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া রহনপুর পৌরসভায় ভিজিএফের আওতায় ৪ হাজার ৬২১ জনের সঙ্গে তার অর্থায়নে ৫০০ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।