রহনপুর পৌরসভা : বকেয়া বেতন পেলেন কর্মকর্তা ও কর্মচারীরা

14

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ৪৯ জন কর্মকর্তা ও কর্মচারীর বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর কার্যালয়ে বেতনের এ টাকা তুলে দেন মেয়র মতিউর রহমান খাঁন।
রহনপুর পৌরসভার রাজস্ব আয় থেকে নিয়মিত ৪১ জন ও চুক্তিভিত্তিক ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে মোট ১১ লাখ ৩৩ হাজার ৬০৬ টাকা পরিশোধ করা হয়।
এ বিষয়ে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন জানান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মনোবল ধরে রাখতে ও কাজের প্রতি উৎসাহ জোগাতে বিগত দিনের বকেয়া থাকা বেতন-ভাতা পরিশোধের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বকেয়ার প্রায় সাড়ে ১১ লাখ টাকা পরিশোধ করা হলো। পর্যায়ক্রমে বাকি টাকাগুলো পরিশোধ করা হবে।
রহনপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আব্দুল মুকিত আপেল জানান, দীর্ঘদিন পরে বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেয়ায় আমরা আনন্দিত ও বর্তমান পরিষদের প্রতি কৃতজ্ঞ।