Last Updated on আগস্ট ২, ২০২৪ by
রহনপুর পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের উদয়নগর হতে দিঘীপাড়া পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে এই কাজের উদ্বোধন করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মুন্না, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালি বেগম, সাবেক কাউন্সিলর তৈমুর রহমান তবু, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউআইডিপি-২) এর অর্থায়নে ৭৮ লাখ ১৯ হাজার ৫২৫ টাকা ব্যয়ে এই উন্নয়নমূলক সড়ক ও ড্রেনটি নির্মিত হচ্ছে।