চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য ১৩ কোটি ৭৫ লাখ টাকার বাজেট পেশ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর মেয়রের অফিস কক্ষে এ বাজেট পেশ করেন পৌর সচিব খাইরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৫ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার ৭৮৬ টাকা। ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫৬ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে ৯৭ লাখ ১ হাজার ৭৩৭ টাকা। উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ ৫৯ হাজার ৩০ টাকা।
উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।