Last Updated on জুন ২৯, ২০২৪ by
রহনপুর পৌরসভায় নিম্নআয় এলাকার উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)’র লো ইনকাম নেইবর ইম্প্রুভমেন্ট কমিটি (এলআইএনআইসি) গঠন ও সদস্যদের দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রহনপুর পৌরসভার কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
গভর্নেন্স ইম্প্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট জিআইসিডি কনসালটেন্সির সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আইইউজিআইপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ফুলকাম বাদশাহ্। প্রশিক্ষক ছিলেনÑ এলজিইডির ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ কাজী লিয়াকত আলী, আঞ্চলিক সমন্বয়কারী (সিএম) আব্দুল মজিদ, জুনিয়র জিডিপিএ বিশেষজ্ঞ এনএন নাসরীন।
দিনব্যাপী কর্মশালায় মেয়রসহ পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, কাউন্সিলর, পৌর কর্মচারী ও লিনিক সদস্য উপস্থিত ছিলেন।
কর্মশালায় মোট ৪২ জন অংশগ্রহণ করেন।
কর্মশালায় নগর পরিচালনা এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) উদ্দেশ্য ও কার্যক্রম, নিম্নআয় এলাকা উন্নয়ন কার্যক্রমে, কমিউনিটি মোবিলাইজেশনে পদক্ষেপ, পরিবারের বৈশিষ্ট্য জনগোষ্ঠীর সঙ্গে পরিচিতি, দল গঠন, উন্নয়ন কমিটি ও দায়িত্ব, নির্বাচন পরিচালনা পদ্ধতি, কমিউনিটি কর্মপরিকল্পনা প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন, উপপ্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নে বিভিন্ন ধাপ, এলআইএনআইসি (লো ইনকাম নেইবর ইম্প্রুভমেন্ট কমিটি) কমিটির গঠনের প্রয়োজনীয়তাসহ আর্থসামাজিক ও দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।