সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ২২, ২০২৫ by

রহনপুর পিএম কলেজে স্মৃতিচারণ ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বেলা সাড়ে ১০টায় কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ মু. ইমতিয়াজ মাশরুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আইসিটি বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক আবু রায়হানের সঞ্চালনায় ১৯৭১ সালের রণাঙ্গনের স্মৃতিচারণ ও পাক হানাদার বাহিনীর জঘন্যতম গণহত্যা বিষয় তুলে ধরে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন— কলেজের জ্যেষ্ঠ প্রভাষক নাজিমউদ্দীন সরকার হীরা ও আব্দুল হামিদসহ অন্যরা।
পরে গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া করা হয়।

About The Author

শেয়ার করুন