রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাইদ আলী আর নেই

17

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিশিষ্ট শিক্ষাবিদ রহনপুর প্রসাদপুর মহল্লা নিবাসী ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাইদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার বেলা দশটায় বার্ধক্যজণিত কারণে তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল শতবছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল ৫ টায় তাঁর নামাজে জানাজা নিজ বাসভবন সংলগ্ন আমবাগানে অনুষ্ঠিত হয়।
জানাজাপূর্বে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, সবেক উপাধাক্ষ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ প্রভাষক ড. আতিউর রহমান, অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, মরহুমের ছেলে সাবেক টিএইচও ডা. শহিদুল ইসলামসহ অন্যরা। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।