রহনপুরে মাছের পোনা বিতরণ

17

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ৬ জন মৎস্যচাষিকে ৮০০-৯০০ লাইনের অফ ফ্লেভার মুক্ত পাঙ্গাস মাছের পোনা বিরতণ করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাত)’র আওতায় পোনাগুলো বিতরণ করা হয়।
প্রয়াসের ইউনিট-৭ রহনপুর অফিসে চাষিদের মাছের পোনা বিতরণ করেনÑ প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান ও মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় মাছের পোনা বিতরণ করা হয়।
প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক চাষিদের মাছের পোনা ছাডার নিয়ম, নিয়মিত সম্পূরক খাবার প্রয়োগ, মাঝে মধ্যে জাল টেনে মাছের স্বাস্থ্যগত পরীক্ষা, শীতকালে আগাম মাছের ক্ষত রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষার জন্য পুকুরে ১৫-২০ দিন পর পর চুন ও লবণ দেয়ার পরামর্শ দেন।