বুধবার, ২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ২০, ২০২৪ by

রহনপুরে ব্যবসায়ীদের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনবাজারের ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্টেশন বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রহনপুর স্টেশনবাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ। সভায় বক্তব্য দেন রহনপুর স্টেশনবাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি রেজাউল হক, সাবেক সহসভাপতি সানোয়ার হোসেন, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তৌহিদুজ্জজামান বাবুু, রহনপুর আম আড়তদার সমিতির সভাপতি আব্দুল আজিজ, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সদস্য দুরুল হুদাসহ অন্যরা। ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বলেন, সঠিক নিয়ম মেনে আমরা ব্যবসা করতে চাই , অবৈধভাবে দোকানপাট উচ্ছেদ বন্ধ করতে হবে। তারা রহনপুর স্টেশনবাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বর্তমান সভাপতি নাজমুল হুদা খান রুবেলের পদত্যাগের দাবি করেন।

About The Author

শেয়ার করুন