চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়, গত সোমবার রাত পৌনে ৮টার দিকে রহনপুর ব্যাটালিয়নের রহনপুর ক্যাম্পের হাবিলদার মো. আব্দুল জলিলের নেতৃত্বে একটি টহল দল রহনপুর হুজরাপুর নদীর তীরের বালুর ঘাট এলাকায় দায়িত্বরত ছিলেন। এমন সময় ওই স্থানে কিছু লোককে ইয়াবা সেবনরত অবস্থায় দেখতে পায়। সেবনকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকা তল্লাশী করে একটি ব্যাগ হতে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩১ হাজার ৫০০ টাকা।
বিজিবি আরো জানায়, উদ্ধারকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।