রহনপুরে ফুটবল খেলা অনুষ্ঠিত

12

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে নাচোল-রহনপুর ফারিয়ার মাঝে ফ্রেন্ডশিপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেল ৪টায় রহনপুর ইউসুফ আলী ডিগ্রি কলেজ মাঠে এই ফ্রেন্ডশিপ ফুটবল খেলার আয়োজন করে রহনপুর ফারিয়া। খেলায় রহনপুর ফারিয়া ৫-৩ গোলে চ্যাম্পিয়ন হয়। এ খেলার উদ্বোধন করেন রহনপুর পৌর মেয়র তারিখ আহমদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক সোহেল রানা, নাচোল ফারিয়ার সভাপতি ডালিম রানা ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, টিম ম্যানেজার নুর আফতাব উজ্জামান, রহনপুর ফারিয়ার সভাপতি সাদিকুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক মুর্শেদ । অপরদিকে এইদিন সকাল ৯টার দিকে দুই ফারিয়ার মাঝে ফ্রেন্ডশিপ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় । খেলায় নাচোল ফারিয়া রহনপুর ফারিয়াকে ৩৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।