রহনপুরে প্রয়াসের কৃষি উপকরণ বিতরণ

28

চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার রহনপুরে গ্রীষ্মকালীন বেবি তরমুজ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৭ রহনপুর অফিসে সংস্থাটির সদস্যদের মাঝে উপকরণ তুলে দেন, প্রয়াসের কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ইউনিট ব্যবস্থাপক এনামুল হক, সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন, হিসাববক্ষক রমজান আলী।
উপকরণ এর মধ্যে ছিল, গ্রীষ্মকালীন বেবি তরমুজের বীজ, ইউরিয়া, ডিএপি, টিএসপি, জিংক, রাসায়নিক সার ও জৈব সার।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা।