Last Updated on ডিসেম্বর ২৯, ২০২৪ by
রহনপুরে নতুন ঢাকা বাস টার্মিনালের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ঢাকাগামী বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে ফিতা কেটে এই টার্মিনালের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মো. লতিফুর রহমান।
রহনপুর পৌর এলাকার নুনগোলায় এই টার্মিনাল উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান। সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেনÑ রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ড. মিজানুর রহমান ও কর্মপরিষদের সদস্য তরিকুল ইসলাম বকুল, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান শামীম, পরিবহন ব্যবসায়ী মুখলেসুর রহমান ও খাইরুল ইসলাম, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারসহ অনেকে।
প্রসঙ্গত, রহনপুর স্টেশন বাজারে ঢাকাগামী এই বাসস্ট্যান্ডটি অবস্থিত ছিল। সেটি স্থানান্তর হয়ে আগামী ১ জানুয়ারি থেকে ভোলাহাট-রহনপুর সড়কের নুনগোলায় এই নতুন টার্মিনাল থেকে নৈশকোচগুলো ছেড়ে যাবে।