রহনপুরে গ্রামবাসীদের নিয়ে বসন্ত উৎসব শিক্ষক মমতাজের

53

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বাবুরঘোন মহল্লায় বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক কবি মমতাজ বেগমের উদ্যোগে ঘরোয়া পরিবেশে এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়।
এতে অংশ নেনÑ বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মো. সাদেকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ লেখক পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি সামসুল ইসলাম টুকু, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কলাম লেখক আজমাল হোসেন মামুন, রহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লেখক শরিফুল ইসলাম, কবি মোফাজ্জল হোসেন বিশ্বাস, চৌডালা হাউসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম।
চালের ভুজা ও মিষ্টি পরিবেশনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। উপস্থিত সকলে দেশী খেলায় অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেন। চলে সাহিত্য চর্চাও।
দুপুরে পোশালুর আয়োজন করা হয়। বিকেলে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিশুশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
কবি ও শিক্ষক মমতাজ বেগম স্থানীয় মহিলা ও শিশুদের নিয়ে নিজ উদ্যোগে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করে থাকেন। কবি মমতাজ বেগমের ৭টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
আয়োজক মমতাজ বেগম বলেন, ভবিষ্যৎ প্রজন্মের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য কবি-সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরো বেশি করে জ্ঞান অর্জন করতে পারে। আগামীতে তারা সুন্দর জীবন গড়তে পারে এবং এই চর্চার বিকাশ ঘটাতে পারবে বলে আমি বিশ্বাস করি।