শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ২, ২০২৪ by

রহনপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে পৌর মেয়র

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন মেয়র মতিউর রহমান খান। শুক্রবার সকালে রহনপুর পৌর এলাকার কলোনি মোড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করে তিনি এ সহায়তা দেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা হিসেবে পৌর মেয়র ব্যবসা পরিচালনার জন্য বেশ কিছু সামগ্রী ও নগদ অর্থ দেন ।
এ সময় উপস্থিত ছিলেন- ৩নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ আলী, সাবেক কাউন্সিলর মোজাহার আলীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার রহনপুর পৌর এলাকার কলোনি মোড়ে অগ্নিকা-ে দুটি দোকান পুড়ে যায়। এতে ২টি দোকানের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়।

About The Author

শেয়ার করুন