রহনপুরে অপরিপক্ব আম বাজারজাতের চেষ্টা

78

গোমস্তাপুর  প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন আম বাজারে একটি আড়তে অপরিপক্ব আম বাজারজাত করার চেষ্টার অভিযোগে ৬০ ক্যারেট আম জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রহনপুর স্টেশন আম বাজার আড়তদার সমিতির নেতৃবৃন্দ ওই আড়ত থেকে আমগুলো জব্দ করেন। পরে জব্দকৃত আম দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

জানা যায়, রহনপুর স্টেশন আম বাজারে আম আড়দার আব্দুল হক তার ব্যবসা প্রতিষ্ঠান ইনসাফ আম আড়তে গত বৃহস্পতিবার রাতে গোপনে ঢাকার গাজীপুর বাইপাস এলাকার একটি ফলের আড়তে প্রায় ৬০ ক্যারেট অপরিপক্ক আম পাঠানোর চেষ্টা করেন। খবর পেয়ে আম আড়দার সমিতির নেতৃবৃন্দ আমগুলো জব্দ করে স্থানীয় প্রশাসনের নিকট নিয়ে আসে। আজ শুক্রবার সকালে ওই আড়দার ও আম ব্যবসায়ী অপরিপক্ব আম বাজারজাত করবেনা মর্মে মুচলেকা দিয়ে রক্ষা পায়। পরে জব্দকৃত আম গুলো দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় বলে রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান খান মতি জানান।

এ প্রসঙ্গে আমবাজার মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন জানান, সংশ্লিষ্টরা মুচলেকা দেয়ায় ও আম আড়ৎদার সমিতির নেতৃবৃন্দের অনুরোধে জড়িত আম আড়ৎদার ও ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করলে রক্ষা পাবে না।