Last Updated on অক্টোবর ৯, ২০২৪ by
রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বুধবার মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পারকে ২০২৪ সালের রসায়নে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
সুইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় পৌনে ১২টা ও বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় এক অনুষ্ঠানে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
অ্যাকাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কারের অর্ধেক পাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিড বেকার এবং বাকি অর্ধেক যৌথভাবে পাকেন ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার।
বিজ্ঞানী ডেভিড বেকার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি সিয়াটলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। তাকে ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ পুরস্কার দেওয়া হয়।
অপর দিকে ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার যুক্তরাজ্যের লন্ডনস্থ গুগল ডিপমাইন্ডে কর্মরত। তাদের দুজনকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে পুরস্কার দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রসায়নে নোবেল পুরস্কার ২০২৪ প্রোটিন সম্পর্কিত। এটি জীবনের উদ্ভাবনী রাসায়নিক হাতিয়ার। ডেভিড বেকার সম্পূর্ণ নতুন ধরনের প্রোটিন তৈরির প্রায় অসম্ভব কীর্তি সম্পাদনে সফল হয়েছেন। আর ডেমিস হাসাবিস ও জন জাম্পার একটি ৫০ বছরে সমস্যা সমাধানে একটি এআই মডেল তৈরি করেছেনÑ প্রোটিনের জটিল কাঠামোর পূর্বাভাস দেওয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে ‘এসব আবিষ্কার বিপুল সম্ভাবনার আধার’ বলে উল্লেখ করা হয়।
পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা হড়নবষঢ়ৎরুব.ড়ৎম ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
প্রথা অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সোমবার যৌথভাবে দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকানকে চিকিৎসাশাস্ত্র বা ওষুধশাস্ত্রে ২০২৪ সালের নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।