(মফিজুর রহমান জামাল)
বছর ঘুরে ফিরে এলো আজ
সেই সে খুশির দিন আবার
সবচে’ প্রিয়, সবচে’ রঙ্গিন
শুভ জন্মদিন তোমার।
তিনটা বছর পুর্ন হলো
এসেছিলে তুমি পৃথিবীতে
মেতেছিল সবে উল্লাসে কত
নেচেছিল খুশি-আনন্দেতে।
তুমি এলে তাই পৃথিবীটা যেন
হয়ে উঠেছিল আলোকময়
হয়েছিল যেন ধন্য সবাই
বুকের মাঝে পেয়ে তোমায়।
এই শুভদিনে তোমার জন্য
শুভ কামনা আজ সবার
সুখ-শান্তি-সাফল্যে ভরা
দীর্ঘ জীবন হোক তোমার।
দুঃখ-কষ্ট-রোগ-ব্যাথা থেকে
মুক্ত থেকো তুমি চিরদিন
খারাপ যা কিছু, দুরে থাক সব
জীবন তোমার হোক অমলিন।
বড় হও তুমি, কর্মে তোমার
আলোকিত হোক এই পৃথিবী
ফুলের মত সুরভি বিলায়ে
সুরভিত করো তুমি সবই।
ভাল থাকো তুমি,এই দোয়া করি
বেঁচে থেকো হয়ে চির-রঙ্গিন
” রসগোল্লা” সামারা তোমায়
জানাই “শুভ জন্মদিন”।
♥♥♥♥♥♥♥
♥♥♥♥♥♥♥
২৬/০৮/২০১৮