রমজান উপলক্ষে ওয়েলফেয়ার ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

3

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নারীদের সংগঠন ওয়েলফেয়ার ক্লাব। বুধবার ওয়েলফেয়ার ক্লাবের স্বরূপনগর অস্থায়ী কার্যালয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি সেলিনা বিশ্বাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য তাসলিমা খাতুন, ওয়েলফেয়ার ক্লাবের সদস্য রোজিনা বেগম, শাহীনা জামান, নাদিরা আখতার, তাজকেরা খাতুন, আম্বিয়া খাতুন মিলিসহ অন্য সদস্যরা।
উল্লেখ্য, ওয়েলফেয়ার ক্লাব চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন থেকে জেলার অসহায় দুস্থ নারীদের আর্থিক সহায়তা, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। এছাড়াও পৌর এলাকার কয়েকজন নারীকে সেলাইমেশিন, মুদি দোকান ও চায়ের স্টল করে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।