চাঁপাইনবাবগঞ্জে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বিপণন ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং রমজানের পবিত্রতা রক্ষার লক্ষে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই মতিবিনময় সভার আয়োজন করে জেলা প্রশাসন।
বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। এ সময় তিনি রমজান মাসে ভোগ্যপণ্যের দাম জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সকল শ্রেণির ব্যবসায়ীর নিকট সহযোগিতা কামনা করেন। সেই সাথে অসাধু ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত সুবিধা না পায় সে বিষয়ে সভায় গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক বলেনÑ যদি কোনো অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, বাজার তদারকির পাশাপাশি মোবাইল কোর্ট চলবে।
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম। আরো বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এরফান আলী। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।