‘রবীন্দ্রনাথের মানবপ্রেম থেকে আমাদের শিক্ষা নিতে হবে’ : আলোচনা কবিতা গানে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন

12

চাঁপাইনবাবগঞ্জে সোমবার রবীন্দ্রসংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা, আবৃত্তি ও রবীন্দ্র সংগীত পরিবেশনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্যদিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সকাল সাড়ে ৯টায় শিশু একাডেমিতে শিশুদের মধ্যে রবীন্দ্রসংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৪টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সন্ধ্যা ৭টায় কবিগুরুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করা হয়।
বিকেলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। সূচনা বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেনÑরবীন্দ্রনাথ সবসময় মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য কাজ করেছেন। রবীন্দ্রনাথের প্রতিটি কবিতা মাটি ও মানুষের জন্য। তিনি মানবপ্রেমের জন্য লিখেছেন। সেই মানবপ্রেম থেকেই আমাদের শিক্ষা নিতে হবে।