বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ৩, ২০২৪ by

রপ্তানি বাড়ায় বাণিজ্য ঘাটতি কমেছে পাকিস্তানের

রপ্তানি বাড়ায় পাকিস্তানের বাণিজ্য ঘাটতি কমেছে। গত মঙ্গলবার দেশটির পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত হিসাবে দেখা গেছে, ২০২৪ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ১২ দশমিক ৩ শতাংশ কমে ২৪ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার হয়েছে। ২০২৩ অর্থবছরে পাকিস্তানের বাণিজ্য ঘাটতি ছিল ২৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। জুলাই, ২০২৩-জুন, ২০২৪ সময়কালে দেশটির মোট রপ্তানি ১০ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৩০ দশমিক ৬৪৫ বিলিয়ন ডলার হয়েছে। এদিকে আমদানি শূন্য দশমিক ৮৪ শতাংশ কমে ৫৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার হয়েছে। ২০২৪ সালের জুনে বিদেশে পাকিস্তানি পণ্যের রপ্তানি ৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ২ দশমিক ৫২৯ বিলিয়ন ডলার হয়েছে। আগের বছরের একই সময়ে দেশটি রপ্তানি করে ২ দশমিক ৩৫৬ বিলিয়ন ডলারের পণ্য। বিশ্লেষকরা জানিয়েছেন, অভ্যন্তরীণ কম চাহিদা, আমদানিতে পদক্ষেপ ও বৈশ্বিকভাবে পণ্যের দাম কমায় মূলত বাণিজ্য ঘাটতি কমেছে। পণ্যের ক্ষেত্রে বাণিজ্য ঘাটতি কমলে কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতিও কমে, যা এরইমধ্যে উল্লেখযোগ্য হারে কমেছে। যদিও পাকিস্তানের মোট বাণিজ্য ঘটতি এখনো অনেক বেশি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্ধৃত্ত দেখছে দেশটি। অর্থনৈতিকভাবে সংকটে থাকা পাকিস্তানের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি চীনের সঙ্গে।
সূত্র: জিও নিউজ

About The Author

শেয়ার করুন