Last Updated on এপ্রিল ২২, ২০২৫ by
রপ্তানিযোগ্য পাট উৎপাদন বিষয়ে কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জে ‘রপ্তানিযোগ্য পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল সোমবার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এ সময় তিনি পাটচাষে প্রশিক্ষণের গুরুত্ব, পাটের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পাটচাষিদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং সমাপনী বক্তৃতা দেন প্রশিক্ষণের সভাপতি বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাস্মদ ইকবাল হোসেন ভূঁইয়া।
পাটের গ্রেডিং ও সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতি বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বিএডিসির রাজশাহী জোনের উপপরিচালক (পাট বীজ) এইচএস জাহিদুল ফেরদৌস। পাট কর্তন এবং উন্নত পদ্ধতি বিষয়ে আলোচনা করেন পাট অধিদপ্তর রাজশাহীর পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়।
কী নোট পেপার উপস্থাপন করেন- বাংলাদেশ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী মো. মোছাদ্দেক হোসেন।
পাট বীজ সংগ্রহ, জমি নির্বাচন, জমি তৈরি, বীজ বপন, আন্তঃপরিচর্যা, সার ও বালাইনাশক প্রয়োগ নিয়ে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, বিজেএ’র ঢাকা অফিসের ঊর্ধ্বতন নির্বাহী অফিসার (প্রশাসন) বিনয় কৃষ্ণ মন্ডল, সিনিয়র হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম এবং পাট অধিদপ্তর সদর উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. ইসরাইল হক।
এসময় উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কিষানি উপস্থিত ছিলেন।
বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) এই প্রশিক্ষণের আয়োজন করে।