রনি-শিলার বৌভাত অনুষ্ঠিত

103

DSC0351655চাঁপাইনবাবগঞ্জ জেলার রেহাইচর মহল্লার মৃত আফসার আলীর পুত্র জেলার কৃতি জাতীয় সাঁতারু শাহজাহান আলী রনি ও যশোর জেলার নওয়াপাড়া মহল্লার আলী আহমেদ গাজী’র কন্যা সদ্য এসএ গেমসে ২টি স্বর্ণ জয়ী জাতীয় সাঁতারু মাহফুজা খাতুন শিলার বিবাহত্তর বৌভাত অনুষ্ঠান রবিবার রনির পৈত্রিক নিবাসে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. তৌফিকুল ইসলাম, ইকবাল মনোয়ার খান চান্না, আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, যুগ্ম সম্পাদক আজমাল হোসেন, মোস্তাফিজুর রহমান মুকুল, নির্বাহী সদস্য হুমায়ন কবির লুকু, মশিউর রহমান মিটু, জাবেদ আখতার, কামাল হোসেন ছোটকা, শেখ আহসান হাবিব মিন্টু, আব্দুল হান্নান রজু, এনডিসি আল ইমরান, সহকারী কমিশনার- মিজানুর রহমান ও রামকৃষ্ণ বর্মন, এসি ল্যান্ড (ভূমি), উজ্জল কুমার ঘোষ, সহকারী প্রোগ্রামার, ডিসি অফিস- সেলিম রেজাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।