রবিবার, ৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ৫, ২০২৪ by

রণবীরের সঙ্গে নির্জন দ্বীপে থাকতে চান অনন্যা

বলিউডের নবাগত অভিনেত্রীদের একজন অনন্যা পান্ডে। সম্পর্কে অভিনেতা চাংকি পান্ডের মেয়ে। ইতোমধ্যেই বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি নাম লিখিয়েছেন ওয়েব সিরিজে। ‘কল মি বে’ শিরোনামে একটি সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে। যেটি আজ মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে। এর আগেই প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন অনন্যা। যে কারণে সম্প্রতি কথা বলেছেন পিঙ্কভিলার সঙ্গে। সাক্ষাৎকারের একটি অংশে ‘র‌্যাপিড ফায়ার’-এ অংশ নেন তিনি। যেখানে সঞ্চালক অভিনেত্রীর কাছে জানতে চান, নির্জন কোনো দ্বীপে কোন অভিনেতার সঙ্গে থাকতে চান? জবাবে অনন্যা পান্ডে বলেন, ‘রণবীর সিং।’ কেন রণবীর, সেই কারণ ব্যাখ্যা করে অনন্যা পান্ডে বলেন, ‘কারণ সে নেচে বা কিছু একটা করে আমাকে বিনোদিত করবে। আমি বিরক্ত হতে চাই না।’ এরপর জানতে চাওয়া হয়, অভিনেত্রী হিসেবে নিজেকে কত নাম্বার দেবেন? সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে অনন্যা পান্ডে বলেন, ‘এটা আমি করতে পারি না। নিজেই নিজেকে কীভাবে মূল্যায়ন করি! তবে প্রায় ৩ দিতে পারি।’ ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পান্ডে। তারপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। অনন্যা পান্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘খো গায়ে হাম কাঁহা’। গত বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ার দীর্ঘ না হলেও ব্যক্তিগত নিয়ে বহুবার আলোচনায় উঠে এসেছেন অনন্যা। তার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা আদিত্য রায় কাপুর, কার্তিক আরিয়ানের।

 

About The Author

শেয়ার করুন