মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ১৯, ২০২৪ by

রটারড্যাম উৎসবে লড়বে জয়ার সিনেমা

চলতি বছরের শেষভাগে এসে ভক্ত-শুভাকাক্সক্ষীদের সুখবর দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত বুধবার বিকেলে এক ফেসবুকবার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এইভাবে শুরু হবে এটা কল্পনাতীত ছিল। আমার এত বছরের চলচ্চিত্র জীবনে এ এক বিশিষ্ট প্রাপ্তি। আর অবশ্যই এই ছবির সঙ্গে যুক্ত সমস্ত অভিনেত্রী-অভিনেতা, কলাকুশলীরা তাদের সবটা উজাড় করে দিয়েছেন এই ছবির নির্মাণে। তাদের জানাই অভিনন্দন। একই পোস্টে তিনি জানান, রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি। আর এর ওয়ার্ল্ড প্রিমিয়ারও হবে গুরুত্বপূর্ণ এই উৎসবে। প্রখ্যাত ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একই শিরোনামের কালজয়ী উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার সুমন মুখোপাধ্যায়। সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর শশী চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। এ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়। সিনেমাটির আবহসংগীত করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

About The Author

শেয়ার করুন