মাহবুব জন
সোমত্ত মেয়েটা- বাগানে ফোটা রক্তজবার ঔজ্জ্বল্য
রাতের ঘৃৎকার চাঁদের আলোয় কী যেন বুকে হাই তুলে
ঘুমের দীর্ঘসূত্রতায় আমি একটা ঘাস
তোমার পায়ের তলায় কদম ফুলের গড়াগড়ি
টগবগে রক্তজবার সুর বাজে হায়
সাগর যেখানে সুদূরে মেলায়
প্রভাতের গোলাপ শিশির ভেজা ভোরে আলোয় আলোয়
অতৃপ্ত বাসনার পাখা ঝাপটানো
খাঁ খাঁ দ্বিপ্রহরের শ্রান্ত ভৌগোলিক বহুদূর হাঁটা পথ
বুকের পাঁজরে শান্ত হয়ে বসে আলো-আঁধারির দৃপ্ত অঙ্গীকার
অস্তিত্বের পরতে আমার এ চাঁদনি বিলাস
অহরাত্র পাহাড়ি ঝর্ণায় সবুজের প্রাণ ঢালা পথ
যতটা না সম্ভব তারও অধিক পরিধি মাত্রা
আজ-কাল-পরশু অনাদিকাল
বয়ে যায় সোমত্ত বায়ু-পূর্ণিমার আয়ুধ
চির প্রক্ষালনের দ্বীপ জ্বে¦লে যায়।