রক্তক্ষয়ী যুদ্ধের গল্প ‘স্কাই ফোর্স’

12

নতুন সিনেমার ঘোষণা দিলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্লট নিয়ে নির্মিত হতে যাচ্ছে তার পরবর্তী চলচ্চিত্র যার নাম রাখা হয়েছে ‘স্কাই ফোর্স’। সোমবার গান্ধী জয়ন্তী উপলক্ষে অভিনেতা অক্ষয় কুমার তার নতুন সিনেমা ‘স্কাই ফোর্স’-এর ঘোষণা করেছেন। ইনস্টাগ্রামে অক্ষয় একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ পোস্ট করেছেন এবং তার ভক্তদের জানিয়েছেন যে সিনেমাটি পরের বছর মুক্তি পাবে। প্রায় এক মিনিটের ভিডিওটি ১৯৬৫ সালের যুদ্ধের আগে ভারতকে হুমকি দেওয়া পাকিস্তানি প্রেসিডেন্টের ভয়েসওভার দিয়ে শুরু হয়। ভিডিওতে পাকিস্তানের প্রেসিডেন্ট মুহাম্মদ আইয়ুব খানের কণ্ঠে ভারতের ওপর হামলার ঘোষণা শোনা যায়।

পাকিস্তানের হুমকির জবাবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একটি পুরনো ক্লিপ দেখানো হয় ভিডিওতে। এরপর ভিডিওতে উল্লেখ করা হয়, ‘ভারতের প্রথম এবং সবচেয়ে মারাত্মক বিমান হামলার না বলা সত্য ঘটনা।’ ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের দামামা দিয়েই সিনেমার গল্প শুরুর ইঙ্গিত দেওয়া হয়েছে ভিডিওতে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে অক্ষয় লিখেছেন, “আজ গান্ধী-শাস্ত্রী জয়ন্তীর দিন। সারা দেশ বলছে – জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান, জয় অনুসাধন। স্কাই ফোর্স-এর অবিশ্বাস্য গল্প ঘোষণা করার জন্য আজকের চেয়ে ভাল দিন আর নেই। ভারতের প্রথম এবং সবচেয়ে মারাত্মক বিমান হামলার আমাদের না বলা গল্প। দয়া করে ভালোবাসা দিন। জয় হিন্দ, জয় ভারত।” ‘স্কাই ফোর্স’ পরিচালনা করেছেন সন্দীপ কেওলানি এবং অভিষেক কাপুর। অক্ষয় কুমার অভিনীত স্কাই ফোর্স-এর মাধ্যমে বলিউডে অভিষেক হবে বীর পাহাড়িয়ার। সিনেমাটি ২০২৪ সালের ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি প্রযোজনা করছে জিও স্টুডিও এবং দীনেশ ভিজান। চিত্রনাট্য লিখেছেন সন্দীপ কেওলানি। সূত্র : পিঙ্কভিলা