Last Updated on সেপ্টেম্বর ২০, ২০২৪ by
যৌন হয়রানির অভিযোগে জনি মাস্টার গ্রেপ্তার
যৌন নিপীড়নের অভিযোগে বলিউডের ব্যবসাসফল সিনেমা ‘স্ত্রী-টু’র কোরিওগ্রাফার জনি মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। মহিলা সহকর্মীর অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার সাইবেরাবাদ পুলিশ গোয়ার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে। জনপ্রিয় এই কোরিওগ্রাফারের আসল নাম শেখ জনি বাসা। তিনি বলিউডের আলোচিত ‘স্ত্রী ২’ ছবির দুটি গান কোরিওগ্রাফ করেছেন। কাজ করেছেন সালমন খান, রাম চরণ, আল্লু অর্জুনের সঙ্গেও। চলতি বছরে তিনি ‘থিরুচিত্রমবলম’ ছবির গান ‘মেঘম কারুক্কথার’ জন্য জাতীয় পুরস্কার অর্জন করেন। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, গত বুধবার যৌন হেনস্তার অভিযোগে জনি মাস্টারের বিরুদ্ধে মামলা দায়ের করে তার এক নারী সহকারী। ২১ বছর বয়সী ওই নারীর মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় জনিকে। মামলার এজাহারে বলা হয়েছে, জনির সহকারী হিসেবে কাজ করতেন ভুক্তভোগী নারী। গত ৬ বছর ধরে তাকে যৌন হেনস্তা করছেন জনি। কখনো আউটডোর শুটিংয়ে, কখনো ওই নারীর বাড়িতে যৌন হেনস্তা করেন এই নৃত্যপরিচালক। তার বিরুদ্ধে ৪০ পৃষ্ঠার হাতে লেখা অভিযোগ দিয়েছেন ওই নারী। ‘স্ত্রী-২’ সিনেমার ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’ এই দুই জনপ্রিয় গানের কোরিওগ্রাফি করেন শেখ জনি বাসা। এতে পারফরম করতে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শেখ জনি বাসা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘জনি মাস্টার’ নামে সুপরিচিত। মূলত তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন জনি। তবে বলিউডেও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’, ‘লাল পিলি আঁখিয়া’। তবে ‘স্ত্রী-টু’ সিনেমার গানের কোরিওগ্রাফি তাকে ব্যাপকভাবে আলোচনায় এনেছে।