শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ২৭, ২০২৫ by

যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন না স্টার্ক

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বেশ বড় ধাক্কায় খায় অস্ট্রেলিয়া। চোটের কারণে অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল মার্শদের ছিটকে যাওয়ার মাঝেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেন তারকা পেসার মিচেল স্টার্ক। তখন ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহারের কথা বলা হয়েছিল। এবার এ নিয়ে মুখ খুলেছেন খোদ স্টার্ক নিজেই। দল ঘোষণার পর স্কোয়াডে ৫ পরিবর্তন আনতে হয়েছে অজিদের। টুর্নামেন্ট খেলতে পারছেন না বেশকিছু তারকা ক্রিকেটার। স্টার্কের না খেলার বিষয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন স্টার্ক এবং অভিজ্ঞ পেসারের সিদ্ধান্তে পুরোপুরি সমর্থন আছে ম্যানেজমেন্টের। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর এক সপ্তাহ পর এবার না খেলার কারণ খোলাসা করেছেন স্টার্ক। উইলো টক এর পডকাস্টে স্টার্ক জানিয়েছেন না খেলার ভিন্ন ভিন্ন কারণ আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকেও মাথায় রেখেছেন এই তারকা। স্টার্ক বলেন, ‘বেশ কিছু ভিন্ন ভিন্ন কারণ আছেৃ কিছু ব্যক্তিগত মতামত এবং টেস্ট সিরিজজুড়ে (শ্রীলঙ্কা সফরে) গোড়ালিতে কিছুটা ব্যথাৃ. । তো সেসব ঠিকঠাক করার জন্যৃ সামনে অবশ্যই আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে, এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরৃ।’ ‘ব্যক্তিগত মতামত’ চোট সংক্রান্ত নাকি অন্য কিছু, সেটি অবশ্য জানাননি স্টার্ক। এই পেসারের ভাবনায় আছে জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। এর আগে রয়েছে আইপিএল। আইপিএলে খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত হতে চান স্টার্ক। ‘আইপিএলও আছে এর মধ্যে। তবে আমার ভাবনায় মূল প্রাধান্য পেয়েছে টেস্ট ফাইনালের জন্য নিজের শরীর ঠিকঠাক রাখা, আগামী দুই মাস কিছু ক্রিকেট খেলা এবং প্রস্তুত হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া।’

About The Author

শেয়ার করুন