Last Updated on সেপ্টেম্বর ১০, ২০২৪ by
যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জে সংবেদনশীল অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক তিন দিনব্যাপী যুব ফোরামের নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার থেকে শহরের একটি কমিউনিটি সেন্টারে শুরু হওয়া এই প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন- জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ আলম, আস্থা প্রকল্পের ক্লাস্টার সমন্বয়ক এস এ এম মহিউদ্দিন মঈন, রূপান্তরের আস্থা প্রকল্পের অপারেশন বিভাগের সমন্বয়ক রত্না বর্মন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ পরিচালক আব্দুস সালাম, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী রেজাউল করিম।
জেলার শিবগঞ্জ উপজেলার ৩০ জন যুবক-যুবতী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। রূপান্তরের সহযোগিতায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করে ডেমোক্রেসি ওয়াচ।