চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক তুহিন নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বৃহস্পতিবার প্রতীকী অনশন করেছেন তার স্বজনরা।
সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতীকী অনশনে তুহিনের স্ত্রী মৌসুমী খাতুন (২০) দাবি করে বলেন, “আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও তার ময়নাতদন্তের রিপোর্ট দেয়া হয়নি।”
অনশনে আরো উপস্থিত ছিলেন, নিহত তুহিনের মা শিরিন আক্তার, বড় বোন নূর আক্তার মহল, নূর নাসরীন মহল, ভাগ্নে নূরউজ্জামান রামীমসহ পরিবারের অন্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, তুহিন হত্যার ময়নাতদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি, পেলেই হত্যার মূল ঘটনা পাওয়া যাবে। তিনি আরো জানান, এ হত্যাকা-ের সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সকালে মহনন্দা নদী থেকে তুহিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।