যুবলীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

50

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুুর রহমান মিজান, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন ও সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু। সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদদৌলা এবং সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামানিক।
বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করেন। নৃশংস সেই হত্যাক-ের তীব্র ঘৃণা প্রকাশ করেন এবং বিদেশে পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকর করার আহ্বান জানান।
ভোলাহাট : যুবলীগ, ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী গতকাল শনিবার পালিত হয়েছে। বিকেলে বঙ্গবন্ধু আদর্শ ক্লাব ও পাঠাগারে উপজেলা যুবলীগ সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, সহসভাপতি শাহজাহান আলী, মুস্তাফিজুর রহমান ফিজুর, মেজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম আবু, সাবেক যুবলীগ নেতা সুলতান আলী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামিউল্লাহ সিফাত, জেলা ছাত্রলীগ সদস্য হুজ্জাতুল ইসলাম ডন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফারুক হোসেনসহ অন্যরা। এ সময় বিশেষ মোনাজাত করেন দলদলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী,বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খালেকুজ্জামান তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।