Last Updated on জুন ৩০, ২০২৪ by
যুদ্ধের উত্তেজনায় নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশনা বিভিন্ন দেশের
ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে লেবননেও। দেশটির প্রতিরোধগোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলে হামলা-পাল্টা হামলা চলে আসছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবসহ সাতটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার জন্য অনুরোধ জানিয়েছে। দেশগুলো হলো-সৌদি আরব, কুয়েত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, কানাডা, উত্তর মেসিডোনিয়া। শনিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈরুতে অবস্থিত সৌদি দূতাবাস শনিবার লেবাননে অবস্থানরত দেশটির নাগরিকদের অবিলম্বে লেবাননের ভূখ- ত্যাগ করার আহ্বান জানিয়েছে। এ ছাড়া যেকোনো পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে সৌদি। অস্ট্রেলিয়াও নিজেদের নাগরিকদের একই পরামর্শ দিয়েছে। অস্থিতিস্থীল পরিবেশের কথা উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছেন। আপাতত দেশটি ভ্রমণ না করার অনুরোধ জানান তিনি। একই অনুরোধ জানিয়েছে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাণিজ্যিক বিমান চালু থাকা অবস্থায় দেশটি থেকে নিজেদের নাগরিকদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে দেশটি। এ ছাড়া জার্মানি, কানাডা ও উত্তর মেসিডোনিয়া এবং কুয়েত একই আহ্বান জানিয়েছে। এ ছাড়া গত ২২ জুন কুয়েত তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার অনুরোধ জানিয়েছে। এর আগে লেবাননের প্রতিরোধগোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা-পাল্টা হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে যুক্তরাষ্ট্র-জার্মানি। সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায়, ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরো প্রসারিত হলে ফল কী হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন।