Last Updated on সেপ্টেম্বর ৯, ২০২৪ by
যুক্তরাষ্ট্র সফরে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ
চার দশক পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র ট্যুরে গেছে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। এবার সেখানে দলের সঙ্গে যোগ দেবেন পুরোনো সদস্য বাবনা করিম। চলতি বছরের জুনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সংগীতশিল্পী বাবনা করিম বলেছিলেন, ‘আমি কখনোই ওয়ারফেজ ছাড়িনি। যেহেতু দেশে থাকি না, ফলে নিয়মিত ওয়ারফেজের সঙ্গে আমাকে দেখা যায় না, মাঝেমধ্যে অতিথির মতো হাজির হই। যেকোনোভাবেই আমি ওয়ারফেজের পাশে আছি, থাকব।’ নব্বইয়ের দশকে ওয়ারফেজের ‘অবাক ভালোবাসা’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের ¯্রষ্টা বাবনা করিম। প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন। মাঝেমধ্যে ঢাকায় এলে ওয়ারফেজের কনসার্টে দেখা যায় তাকে। যুক্তরাষ্ট্র ট্যুরে গত শনিবার ইন্ডিয়ানায় প্রথম শো করেছেন টিপু, পলাশরা। আগামী ২১ সেপ্টেম্বর মিনেসোটা শো থেকে যোগ দেবেন বাবনা করিম। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে বাস করছেন। পরবর্তী সময়ে ২৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলস, ৫ অক্টোবর ডালাস, ১১ অক্টোবর হিউস্টন, ১৩ অক্টোবর অস্টিন ও ১৯ অক্টোবর বোস্টনে গাইবে ওয়ারফেজ। ৪০ বছর পূর্তিতে নতুন অ্যালবামের পরিকল্পনা করেছে ওয়ারফেজ। এই অ্যালবামেও বাবনা করিমের থাকার কথা রয়েছে।