Last Updated on এপ্রিল ১৬, ২০২৫ by
যায়যায়দিনের বিজ্ঞাপন নির্বাহী নাচোলের শিশির আর নেই
দৈনিক যায়যায়দিন পত্রিকার বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা মামুনার রশিদ শিশির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বেলা ১১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাসস্ট্যান্ড এলাকার মরহুম হারুন অর রশিদ সেন্টুর তিন ছেলে ও এক মেয়ের মধ্যে মামুনার রশিদ শিশির জ্যেষ্ঠ সন্তান ছিলেন।
নাচোলের ক্রীড়াজগতে ফুটবলে গোলকিপার এবং ক্রিকেটে উইকেটকিপার হিসেবে যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন তিনি। জেলার ক্রিকেট লীগেও একটানা কয়েক বছর অংশ নিয়েছিলেন। একসময় নাচোল ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালনকারী শিশির ছিলেন অত্যন্ত হাসিখুশি ও সদালাপী একজন মানুষ।
শিশিরের মৃত্যুতে নাচোলের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে নাচোলের অনেকেই শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছে তার প্রতিষ্ঠান দৈনিক যায়যায়দিন পত্রিকাও। এক শোকবার্তায় তারা বলেছে, শিশিরের অকাল মৃত্যুতে যায়যায়দিন পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। আমরা পরম করুণাময়ের কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।
মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নাচোল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
মামুনার রশিদ শিশির দীর্ঘদিন ধরেই মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে তিনি দৈনিক জনতা পত্রিকার বিজ্ঞাপন বিভাগে যোগ দেন। সেখানে অনেক দিন কাজ করার পর যোগ দেন দৈনিক যায়যায়দিন পত্রিকায়। এখানে দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।