Last Updated on অক্টোবর ২২, ২০২৪ by
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশ। তাকে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর বাগিচাপাড়ার মৃত হাসান আলী ওরফে হুয়েনের ছেলে মো. মফিজ উদ্দিন ওরফে মুস্তাফিজ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. আরমান হোসেন জানান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. জহুরুল ইসলাম ও এসআই মো. খাইরুল ইসলামসহ শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকশ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন তথ্যের ভিত্তিতে ২১ অক্টোবর বিকাল পৌনে ৫টায় গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-১(খ) এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মফিজ উদ্দিন ওরফে মুস্তাফিজকে আটক করা হয় এবং মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আটক হওয়া মুস্তাফিজ ২০১৮ সালে মামলা হতে জামিনে বের হয়ে পলাতক ছিল। তার বিরুদ্ধে গুরুদাসপুর থানার বিশেষ ক্ষমতা আইনের ২৫বি এর ১(বি) ধারায় আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।