বাড়ছে মানুষ, বাড়ছে যানবাহন। যে কারণে চাঁপাইনবাবগঞ্জ শহরে যানজট সৃষ্টি হচ্ছে। আর তাই যানজট নিরসনে ব্যাটারিচালিত অটো বাইক চলাচলে নতুন নিয়ম চালু করল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। নতুন এ নিয়মে একটি অটো বাইক শহরে এক দিন পর পর চালাতে পারবে। তবে শুক্রবার সব অটোই চলতে পারবে।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে এ নতুন নিয়ম চালু করতে প্রতিটি অটো বাইকে পৌরসভার পক্ষ থেকে স্টিকার লাগানো কার্যক্রমের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-২ নুরুল ইসলাম মিনহাজ, প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসিসহ পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ নুরুল ইসলাম মিনহাজ জানান, শহরে যানজট নিরসনে প্রত্যেকটি অটো বাইকে স্টিকার লাগানো হচ্ছে। এর মধ্যে ১নং স্টিকার লাগানো অটো বাইকগুলো সপ্তাহের শনি, সোম ও বুধবার শহরে চলাচল করবে। ২নং স্টিকার লাগানো অটো বাইক চলাচল করবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। শুক্রবার সব অটো বাইকই চলাচল করতে পারবে। তবে মূল শহরের বাইরে প্রতিদিনই সব অটো বাইক চলাচল করতে পারবে।