যানজট নিরসনে লক্ষ্য : জেলা শহরে অটো বাইক চলাচলে নতুন নিয়ম

22

বাড়ছে মানুষ, বাড়ছে যানবাহন। যে কারণে চাঁপাইনবাবগঞ্জ শহরে যানজট সৃষ্টি হচ্ছে। আর তাই যানজট নিরসনে ব্যাটারিচালিত অটো বাইক চলাচলে নতুন নিয়ম চালু করল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। নতুন এ নিয়মে একটি অটো বাইক শহরে এক দিন পর পর চালাতে পারবে। তবে শুক্রবার সব অটোই চলতে পারবে।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে এ নতুন নিয়ম চালু করতে প্রতিটি অটো বাইকে পৌরসভার পক্ষ থেকে স্টিকার লাগানো কার্যক্রমের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-২ নুরুল ইসলাম মিনহাজ, প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসিসহ পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ নুরুল ইসলাম মিনহাজ জানান, শহরে যানজট নিরসনে প্রত্যেকটি অটো বাইকে স্টিকার লাগানো হচ্ছে। এর মধ্যে ১নং স্টিকার লাগানো অটো বাইকগুলো সপ্তাহের শনি, সোম ও বুধবার শহরে চলাচল করবে। ২নং স্টিকার লাগানো অটো বাইক চলাচল করবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। শুক্রবার সব অটো বাইকই চলাচল করতে পারবে। তবে মূল শহরের বাইরে প্রতিদিনই সব অটো বাইক চলাচল করতে পারবে।