যাত্রা শুরু করল আরো একটি প্রেসক্লাব : সভাপতি আখতার সম্পাদক জমশেদ

53

আমরা সত্যের সন্ধানে, স্বাধীনতার পক্ষে এ স্লোগানকে সামনে রেখে আরো একটি প্রেসক্লাবের যাত্রা শুরু হয়েছে। নাম দেয়া হয়েছে ‘চাঁপাই প্রেস ক্লাব।’
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড়ে অস্থায়ী কার্যালয়ে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়েছে।
সভাপতি দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি জমশেদ আলী ও দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।