Last Updated on এপ্রিল ৬, ২০২৫ by
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৬৬ লাখ টাকা টোল আদায়
পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন শেষে উত্তরাঞ্চলের মানুষের কর্মস্থলে ফেরার শেষ দিনে যমুনা সেতুতে ২ কোটি ৬৬ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে। এদিন স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি যানবাহন চলাচল করেছে।
শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে গত শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ টোল আদায় হয়।
রবিবার সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৪২ হাজার ৭৯৮টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে চলেছে ১৪ হাজার ৮৭২টি এবং উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ২৭ হাজার ৯২৬টি যানবাহন চলাচল করেছে। তিনি বলেন, এসব যানবাহনের মধ্যে বাস চলাচল করেছে ১৩ হাজার ৩০০টি, ট্রাক ৪ হাজার ৬৩৯টি, অন্যান্য হালকা যানবাহন ১৩ হাজার ৬২৭টি এবং মোটরসাইকেল চলাচল করেছে ১১ হাজার ২৩২টি। মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ২৪ হাজার ৭০০ টাকা। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে ১ কোটি ৫২ লাখ ৩১ হাজার ৩০০ টাকা।
এর আগে গত শনিবার ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৮২১টি যানবাহন চলাচল করেছে। মোট টোল আদায় হয়েছে ২ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১০০ টাকা।