ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুরের ছনধরা ইউনিয়নের বাশাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রিপা খাতুন (৩০), শামছুল হক (৬৫), রেজিনা খাতুন (৫৩), পাগলা থানার পারুল আক্তার (৫০), ভালুকা উপজেলার বেগম (৩০), মিলুয়ারা বেগম (৫৫), বুলবুলি আক্তার (৭) এবং তারাকান্দা উপজেলার নবী হোসেন (৩০)। জীবিত অবস্থায় উদ্ধার হন, ভালুকার শাহজাহান (৪০), শারফুল (৩৬), মিজান (২৮), রাজু (২৭), পাগলার হাবীব ৫৫) ও গফরগাঁওয়ের রতন (৫৫)।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, নিহত শারফুলের খালাত ভাই শেরপুরের নালিতাবাড়ীতে মারা যান। আর তাই ভালুকা, তারাকান্দা, গফরগাঁও ও পাগলার আত্মীয় নিয়ে মাইক্রোবাসযোগে রওনা হন তারা। ফুলপুর পর্যন্ত আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে একে একে ৮ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আর জীবিত উদ্ধার করা হয় আরো ৬ জনকে।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন জানান, আত্মীয়ের জানাজায় অংশ নেয়ার জন্য ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ফুলপুর ছনধরা ইউনিয়নের বাঁশাটি গ্রামে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায় একটি হাইয়েস গাড়ি (ঢাকা মেট্রো-চ-১৯-২৩৯৯)। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এ সময় শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একই পরিবারেরই তিন সদস্য।
ওসি জানান, নিহতদের মধ্যে একজন শিশু, ৫ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয় ছয় জনকে। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে। গাড়ির চালক এখনো পলাতক রয়েছে।
জানা গেছে, শাহজাহান ও শারফুলের খালাতো ভাই হাসেমের জানাজায় যাচ্ছিল সবাই। নিহতদের বাড়ি ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও উপজেলায়। তারা সবাই আত্মীয়স্বজন বলে জানা গেছে।