শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ৩১, ২০২৪ by

মৎস্য সপ্তাহের উদ্বোধন : পরিবেশবান্ধব উপায়ে মাছচাষের আহ্বান

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় মৎস্য আইন মেনে পরিবেশবান্ধব উপায়ে মাছচাষের আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন।
অন্য বক্তারা বলেন- সরকারি বা বেসরকারি চাকরির পেছনে না ছুটে মাছচাষে এগিয়ে আসুন, চাকরির চেয়ে বেশি আয় করতে পারবেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
নিজস্ব প্রতিবেদক : বুধবার সকাল ৯টায় সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের করা হয়। এ দুটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা থাকুন।
সূচনা বক্তব্যে জাতীয় ও জেলার মৎস্য চাষ উৎপাদন বিষয় তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। মৎস্য খামারিদের মধ্যে বক্তব্য দেন- মো. আকবর হোসেন ও রাকিবুল ইসলাম বাবু। সভা সঞ্চালনা করেন জেলা মৎস্য অফিসারের কার্যালয়ের সহকারী পরিচালক এলিজা খাতুন।
পরে তিনজন সফল মৎস্যচাষিকে মাছচাষে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস এইসব কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ প্রয়াসের মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং অন্য মৎস্য খামারিরা অংশগ্রহণ করেন।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় মৎস্যচাষিদের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়। পরে পরিষদ চত্বরের পুকুরে পোনা অবমুক্তকরণ শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। সূচনা বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইমরুল কায়েস।
গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার সকালে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুনিরা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন।

About The Author

শেয়ার করুন