Last Updated on আগস্ট ১, ২০২৪ by
মৎস্যসম্পদের স্থায়িত্বশীল ও সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জে সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশগ্রহণে মৎস্যসম্পদের স্থায়িত্বশীল ও সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময়ের আয়োজন করে জেলা মৎস্য দপ্তর। মতবিনিময় সভায় মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অদিধপ্তর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার মো. আতিকুল ইসলাম, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা।
মতবিনিময় সভায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বরেন্দ্র কৃষি উদ্যোগের মুনজের আলম মানিকসহ অন্যরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে আরো রয়েছে- মৎস্যচাষিদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর-জলাশয়ের পানির ভৌত রাসায়নিক পরীক্ষা, ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা, মৎস্য বিষয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর মূল্যায়ন এবং সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ।
এর আগে গত বুধবার মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।